স্বৈর আঙুল | অনন্যা মান্না | কবিতা ৬
এ ক্ষয় স্বাভাবিক; শশব্যস্ত শৃঙ্গার ফলিত রাসায়নিক সান্দ্রতা
বিদেহী ভাবনায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী চিন্তা
স্বৈর আঙুলে শুধু অভ্যাস
নিয়মতান্ত্রিক অবজ্ঞায় বাড়ে লৈখিক রসোদগার
আমি ও আমরা তখন উহ্য
কারণ নিবারক নিঃশেষ দিয়ে লেখা হচ্ছে সমস্ত ভোর রাত
এ এক পূর্বাপর ক্ষয় অক্ষত থাকবার
ভয়ংকর শূন্য ছুঁয়ে থাকে অভীষ্ট মুদ্রাদোষ
উপক্রমণিকার স্বচ্ছ বিপ্রলম্ভ পৌঁছে দিচ্ছে স্তব্ধ উত্তরে তবু নতি স্বীকারের পর এহেন ক্ষয়কে শাসন করে অপ্রাসঙ্গিক নামকরণ!
ক্ষয়-কে কেন্দ্র করে চিন্তার প্রতিফলন ভালো লাগলো।
ReplyDelete