অংশুমান কর | গুচ্ছকবিতা ৪
মধ্যবয়সে প্রেম
স্থির, কচুরিপানা ঢাকা পুকুর।
দেখে বোঝা যায় না
কিছুক্ষণ আগেই এখানে ঢিল পড়েছিল
তরঙ্গ উঠেছিল…
প্রত্যাখ্যান
ভুলে যেতেই পারতাম।
কিন্তু ভুলিনি।
মনে রেখেছি প্রত্যাখ্যান।
প্রত্যাখ্যানের ভেতরেই
বেঁচে রয়েছ তুমি।
অন্ধকার
পৃথিবীতে যারাই অন্ধকারকে ভালোবাসে
তারাই অন্ধকারের জীব নয়।
কেউ কেউ ভারাভারা রাও,
কেউ কেউ জোনাকি।
Comments
Post a Comment