তিতীর্ষা জোয়ারদার | গুচ্ছকবিতা ৭
এক
প্রতিটি ছোট শহরের
একটি কবিতার দাম,
একটি গাছের চাইতে কম,
এক পাত্তর বিষের চাইতে বেশি
দুই
সীমাবদ্ধতাকে, ভিন্নতা বলে ফেলা
আমাদের দম্ভ
পুরুষতান্ত্রিক অভিমানের
প্রায় সহব্যাপী শব্দ
তিন
মৃত্যুর ঠিক আগেই
জন্মদিন পালন করা মেয়েটির মুখ
দ্য ভিঞ্চির প্রতিটি
ছবির মতো সত্য
চার
প্রতিটি সুন্দরী নারীর চোখ
বহু শরীরের পাতা উল্টে ফেলা
একটি পুরুষের
সুইসাইড নোট
তিন আর চার নম্বরটা ভালো লাগল।
ReplyDelete