নদীমাতৃক | সুপর্ণা সরকার | কবিতা ২৪
স্রোতস্বিনী
দেখো মেঘ করেছে
আজকে তোমার দিন
তুমি উন্মুক্ত হও।
শুনেছি মেঘ কন্যা
ঘুচিয়ে অন্তরায়
তোমার আবিল জল
বর্ধিষ্ণু হয় প্রতি বর্ষায়
দিগ্বিদিক হীন।
স্রোতস্বিনী
আমি দিন আনি দিন খাই
এই খড়কুটো বেঁধে রেখেছে আমায়
নির্মিত মায়াজাল।
ব্যোম ছাউনির রানী
তোমার স্রোতের দলে আমায় নিলে
প্লাবনে ভাসিয়ে মোহ
চিরঋণী আমি
একটি বার মেঘ ছুঁতে চাই।
স্রোতস্বিনী; আমায় মুক্ত করো।
দেখো মেঘ করেছে
আজকে আমার দিন
তুমি উন্মুক্ত হও…
Comments
Post a Comment