আমরা দুজন বৃষ্টিতে | বিশ্বজিৎ বাউনা | কবিতা ১
একসাথে নাই-বা আর হল থাকা
এক বিরহ লীনে পৃথিবীতে আছি।
চোখে চোখে আজ জলছবি হয় আঁকা,
বৃষ্টি খেয়ে যায় সে স্মৃতির মাছি।
কতবার ভেবেছি ভিজে যত খুশি
তোমার স্রোতে হব ছপছপে দাঁড়।
তোমাকে ঘিরে সময়েরা বিদূষী,
অভিযোগে পড়ে থাকে ধর্মের ষাঁড়।
তুমি এখন আদর রাখো অন্য গালে
এক চাদরে মাখামাখি ভেজা বুক।
বুনো বাতাস আর লাগেনি পালে―
আমার মাঠে চরে একাকী ডাহুক।
আজো কাকভেজা ফিরি সব কাজ সেরে
আর ইচ্ছে হয় না খুলে নিই ছাতা।
মেঘদূত ভাবে, এই লোকটা কে রে?
প্রেমে পড়লে তো খারাপ হয় মাথা।
যে যাই ভাবুক, কী যায় আসে!
আজও বৃষ্টিতে খুঁজি তোমার আঁখি।
সেই ভেজা চাহুনির জৈব উচ্ছ্বাসে
স্মৃতি-বিদ্যুতে ঝলসে যায় সব পাখি।
অন্ধের মতো হেঁটে পিচ্ছিল পথে
পেরিয়ে যাই মোমো দোকানের ধোঁয়া।
বুঝি প্রেম চলে গেছে বৃষ্টির রথে―
প্রেমিকা রেখে গেছে শুধু উদ্বায়ী ছোঁয়া।
তবু ভাবি একদিন দেখা হবে ফের
ব্যাঙের ইচ্ছে রাখা ছিল যত শীতে―
সব উন্মাদ হবে, পেয়ে বর্ষার টের।
ভিজব পরজন্মের সেই বৃষ্টিতে।
Comments
Post a Comment