তমোহন উত্তরবঙ্গের অন্যতম ভারত সরকারের পি.আর.জি.আই কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বার্ষিক গবেষণামূলক মুদ্রিত পত্রিকা। পাশাপাশি লেখক-পাঠকদের অনুরোধে অনলাইন ডিজিটাল ওয়েবপত্র হিসেবে আমাদের আত্মপ্রকাশ। সারাবছর জুড়ে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে তমোহনে লিখতে ও পড়তে পারবেন; পাশাপাশি দেশের যে কোনও প্রান্ত থেকে তমোহন ক্রয় করতে পারবেন। আপডেট পেতে আমাদের সাথে সামাজিক মাধ্যম ও ওয়েবসাইটে যুক্ত থাকুন। প্রকাশিত সংখ্যার বিবরণ : ১. (২০২৩-২৪) : তমোহন, ময়নাগুড়ির ইতিহাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, নভেম্বর ২০২৩, ২. (২০২৪-২৫) : তমোহন, সাহিত্য ও ইতিহাসের পাতায় উত্তরবঙ্গ, দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, জানুয়ারি ২০২৫

স্বৈর আঙুল | অনন্যা মান্না | কবিতা ৬


এ ক্ষয় স্বাভাবিক; শশব্যস্ত শৃঙ্গার ফলিত রাসায়নিক সান্দ্রতা
বিদেহী ভাবনায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী চিন্তা 
স্বৈর আঙুলে শুধু অভ্যাস
নিয়মতান্ত্রিক অবজ্ঞায় বাড়ে লৈখিক রসোদগার
আমি ও আমরা তখন উহ্য
কারণ নিবারক নিঃশেষ দিয়ে লেখা হচ্ছে সমস্ত ভোর রাত
এ এক পূর্বাপর ক্ষয় অক্ষত থাকবার
ভয়ংকর শূন্য ছুঁয়ে থাকে অভীষ্ট মুদ্রাদোষ
উপক্রমণিকার স্বচ্ছ বিপ্রলম্ভ পৌঁছে দিচ্ছে স্তব্ধ উত্তরে তবু নতি স্বীকারের পর এহেন ক্ষয়কে শাসন করে অপ্রাসঙ্গিক নামকরণ!

Comments

  1. ক্ষয়-কে কেন্দ্র করে চিন্তার প্রতিফলন ভালো লাগলো।

    ReplyDelete

Post a Comment

Popular Posts

Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.