সময়ের ধারাপাত | সোমনাথ লাহা | কবিতা ৮
সময় জানে তোমার অস্তিত্ব
চাকা ঘুরে চলে নিরন্তর
প্রত্যাশা তোমার যতই থাকুক না কেন
একদিন চলে যেতে হবে।
আসা আর যাওয়ার মাঝখানে
বহমান সময়ের ধারাপাত জুড়েই তুমি
তোমার অস্তিত্বের সময়টুকু রয়েছে লেখা।
ইচ্ছে না হলেও যেতেই হবে একদিন।
কালের বহমান চাকা তোমার থেকে
প্রতিদিনের হিসেবনিকেশ নিয়ে রাখে
তুমি জানতেও পারো না।
কতটা মুহূর্ত, মিনিট-সেকেন্ডের কাঁটা মেনে
তোমার জীবন অতিবাহিত করছ
জীবন খাতার পাতায় লেখা থাকে সব।
সময়ের দাবি মেনেই সবকিছু হয়
তুমি যতই তাড়াতাড়ি করতে চাও না কেন
তোমার থেকে সবকিছু বুঝে নিয়েই
তোমার ছুটি ধার্য করে সময়।
সময়ের তুলাদণ্ডে তোমার ঠিক-ভুলের পরিমাপ
নির্ধারণ হয় সমান ভাবেই।
সময়ের থেকে সরতে গিয়েও তাই সরা যায় না।
জীবনচক্রের কালখণ্ডের চাবিকাঠি নিয়ে
সে বসে আছে চক্রবৎ আবর্তিত পথে।
Comments
Post a Comment