নিঃস্ব-দৃশ্য-বিশ্ব | তমাল দীপ রায় | কবিতা ১৫
মাটির সাথে কাঁটাতারের কথা
নিয়ম, নথি, বিতর্ক সাংঘাতিক,
সময় পেলে খুঁজব নীরবতা
বুঝব শেষে এসব শুধু বাতিক।
এসব শুধু ছলচাতুরির খেলা
এপার ওপার মানুষ এলোমেলো,
হাওয়ায় ওড়ে তীক্ষ্ণ অবহেলা
মানুষ শুধু হুজুগ গিলে খেলো।
মাঝখানে সব দুঃখ পোষে পাখি
সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর চোখে,
যাঁদের ব্যথা রইল বলা বাকি
তাঁদের থেকে কী আর পাবে লোকে!
তাঁদের কাছে খিদেই ভালবাসা
থালাই আসল দেশের সীমারেখা,
কেমন করে ফুরোবে দুর্দশা?
এই ইতিহাস কোন বইয়ে যে লেখা!
দেশের সংজ্ঞা দেশের চেয়েও বড়ো
এসব যখন মৃত্যুমুখী কথা—
রবীন্দ্রনাথ দাঁড়িয়ে জড়োসড়ো
বলতে থাকেন ‘বিশ্ব-মানবতা’।
খুব ভালো লাগলো লেখা
ReplyDelete