উদয় সাহা | গুচ্ছকবিতা ১০
এসো তাহলে শান্ত হই
শহীদ বেদীতে ছড়িয়ে থাকা
শুকনো বটপাতার মতন অথবা
বর্ষার ডোবায় ঝুঁকে আসা
তীক্ষ্ণ সবুজ,
যে ভাষায় ডুবে যেতে চায় অতলে-
সে ভাষায় হালকা করি ভার
এই মায়া-শরীর...
সূর্যাস্ত সীমারেখায় ক্ষয়িষ্ণু পিলসুজ
নীল লিটমাস
পুরনো সহপাঠীর সঙ্গে দেখা
বিকেলের আড়
কিছুটা পথ হেঁটে গেলে
হাতের তালুতে ধূসর মেঘসুত্র
চোখের কোনে বজ্রনিনাদ উঁকি
একদা আলোচ্য ছিল
শরতের নীল; ডুবসাঁতার
আমাদের সমগ্র শরীর গাঢ় নীলের আখ্যান, এখন
মনোযোগী দর্শক ঠিক তার হিসেব রাখেন...
প্রতি রিলে ফুটে আছে উন্মাদের এক্স, ওয়াই, জেড
ঝিঁঝি
মলিন সাদা থান কাপড়ের মতো আকাশ
খাড়াই লেখাগুলোর কাছে স্তব্ধ হয়ে আসে পাখির শিস
ক্রমশ সংক্রামক বাঁশির সুর― ছায়াবাজি!
সবকিছু শুনশান
অনুরনন আমাদের মুক্তি দিক
Comments
Post a Comment