ব্যারিকেড | গৌতমেন্দু নন্দী | কবিতা ২৯
ওদের হিংস্র চোখের উদ্ধত ব্যারিকেড-দেওয়াল
আটকে দেয় স্বাধীকারের নিজস্ব পরিসর।
অনধিকারের উদ্যত অনৈতিক অগ্রসর,
ধ্বংস করে বিচারের ন্যায্য সওয়াল।
সীমানা লঙ্ঘিত স্বাধীনতা হয় শুধুই প্রহসন
দেশ-ধর্ম-জাতি হারিয়ে যায় মৃত্যুর গহ্বরে,
প্রতিরোধ তখন নিমজ্জিত রাজনীতি সরোবরে
দিকে দিকে শুধু মাথা তোলে তখন ক্ষমতার আগ্রাসন।
ভূমিষ্ঠ-মাটিতে অধিকার হারায় নিজস্ব মন-ভূমি
অধিকার সব নেয় কেড়ে রক্ত― চোখের ইশারা
লুন্ঠিত হয় মাতৃভুমির বৈধ যত ইজারা
তবু উপেক্ষায় আর কতো দিন থাকবে স্বাধীন ভূমি?
Comments
Post a Comment