অক্ষরের রাত | অরিন্দম চট্টোপাধ্যায় | কবিতা ২২
মধ্যরাতে জেগে ওঠে অক্ষর গুলো
বসতে চায় লাইনে
হয়ে যেতে চায় শব্দ সিরিজ
উচ্চারণে যেন একটা শব্দ তরঙ্গ
জলনুপুরের মতো–
নির্জন জানালায় মধ্য রাত্রি
কে যেন এসে দাঁড়ায়
ছায়া ছায়া হয়ে অবয়ব হীন
বলে দেয় কয়েকটা শব্দ
নতুবা রেখে দেয় শব্দরাশি
অচেতন থেকে উঠে বসি
সাদা পৃষ্ঠা জুড়ে নীল অক্ষর স্রোত!
এভাবে এসে দাঁড়ায়
কখনও ভাসা হীন অন্তিম রাত্রি
অপলক দৃষ্টি ভাসে...
কী ভাবে যে শব্দ যাত্রা শুরু হয়ে যায়
আর তা ভাবতে ভাবতে
অক্ষর গুলো লিখে ফেলে জীবন পাঠ।
মধ্যরাতে জেগে ওঠে অক্ষর গুলো...
Comments
Post a Comment