ঢাড্ডি ঘাসের দড়ি | অমিত কুমার দে | কবিতা ৬২
ঢাড্ডি ঘাসের মোটা দড়ি বানিয়ে
অনেকগুলো নদীকে
বাঁধতে চাইছিল লোকটা।
একটা সোমত্ত গন্ডারের দেখানো
জঙ্গুলে রাস্তা ধরে
সে হলং নদী পেরিয়ে ঘাসবনে গেল
ঘাস পাকাতে পাকাতে শক্ত রশি বানাল
কিছু ময়ূর ছাড়া কেউই টের পেল না অবশ্য!
রোদের মাঞ্জা দিয়ে ইচ্ছে করেই
দড়িকে ধারালো বানাল সে
যাতে নদীদের বাঁধুনিকে
ছিঁড়ে দিতে পারে না চিতাবাঘ
যাতে আঁচড় বসাতে না পারে বিরল শেয়াল!
তারপর লোকটা নদীদের একখানে টেনে আনতে চলল
বর্ষার ডায়নাকে বাগ মানানো কঠিন
নিঃস্পৃহ রায়ডাক বা নোনাই এ সময় সাইকিক পেশেন্ট
আগে চিকিৎসা দরকার তাদের
তিস্তাকে দু’হাতে ধরবার সাধ্য কার?
তাছাড়া জলঢাকা বা তোর্ষার শরীরে হাত দিলে
মহিলা আদালতে মামলা রজু হতে পারে!
তবু একটা লোক অনেকগুলো বছর ধরে
ডুয়ার্সের নদীদের একটা ঢাড্ডি ঘাসের
শক্ত রশি দিয়ে বাঁধবার চেষ্টা করেই চলল!
Comments
Post a Comment