আত্মদহন | সুবীর রায় | কবিতা ৫৩
তুমি মানুষ হতে বলেছিলে―
আমরা মানুষের সংজ্ঞাটাই দিয়েছি পাল্টে,
তুমি ভালোবাসতে বলেছিলে―
আমারা ভালোবাসার সংজ্ঞাটাই দিয়েছি বদলে,
আজ তোমাকে নিয়েই মেতে আছি
আমিত্বের অহংকারে,
তুমি উদার হতে বলেছিলে―
অথচ তোমাকে নিয়েই চলছে
ক্ষমতা দখলের লড়াই,
তুমি বিশ্ব মানবতার কথা বলেছিলে―
আজ মানবতার সংজ্ঞাটাই নিজেদের মত করে
পরম যত্নে তুলে রেখেছি গ্রন্থের পাতায়,
তুমি ভক্তি ভাবের কথা বলেছিলে বারবার,
অথচ আমরা ভক্তি ভাবের চাঁদর পরিয়ে
ঢেকে রেখেছি তোমার পবিত্র চরণ,
মিথ্যে মেকি সংস্কারে নিজেদের মত করে
আবদ্ধ করে রখেছি দম্ভ আর ক্ষমতায়,
ভুলে গেছি সৃষ্টির আদি ইতিহাস।
Comments
Post a Comment