অতিসর্গ দিন | উত্তম চৌধুরী | কবিতা ৫৮
তোমার চোখের কাছে রেখেছি বিস্ময়।
তাই এত সমর্পণ। অতিসর্গ দিন মনের বারান্দা থেকে নেমে এসে দ্রুত হরিণডাঙার ঘাসে মিশে যায়।
ভয় হয় প্যান্ডোরার বাক্স থেকে যন্ত্রণার মাছি যদি ওড়ে। যদি সান্ত্বনার কোনও চোখ না বাড়ায় হাত! বিষণ্ণের রাত জেগে উঠবে আকাশে।
সৃজনখামার ভরে যাবে আগাছার উৎপাতে। আর 'কত কাজ,কত কাজ'― প্রবীণ হেজার বলবে সখেদে। তোমার চোখের কাছে রেখেছি বিস্ময়। তাই এত কৌতূহল, নরম চোখের দেখা ছুঁয়ে বারবার― হাতের তেলোয় যেন স্বচ্ছ স্যাফায়ার।
Comments
Post a Comment