নতুন সূর্যদয় | দেবজ্যোতি নিয়োগী | কবিতা ১৭
এ পৃথিবী যখন পাপের চরম সীমায় পৌঁছাবে
নতুন করে ধর্ম স্থাপনের উদ্দেশ্যে
সে আসবে
সাদা ঘোড়ার উপরে,
উড়বে তার চুল, থাকবে মুকুট
হাতে তরোয়াল, মাথায় ময়ূরপুচ্ছ,
মনুষত্বের সূর্যাস্তে,
বহু শতাব্দীর প্রতীক্ষার অবসানে
কোনো এক মায়ের গর্ভে
হবে তার জন্ম
সে হবে মনুষত্বের নতুন দিশারী
বিষবায়ুতে বইবে আবার,
পরিজাতের সুবাস।
শুকনো, জীর্ণ গঙ্গা জেগে উঠবে আবার ,
এ মৃতপ্রায় ধরিত্রীতে হবে,
প্রাণের সঞ্চার
হবে নতুন সূর্যোদয়।
Comments
Post a Comment