ডুবুরি ও সমুদ্র | অর্ণব সামন্ত | কবিতা ৪৭
সমুদ্র দ্যাখায় তার ঢেউয়ের উচ্ছ্বাস, আন্দোলন
তবু গভীর থেকে যায় অনাবিষ্কৃত, জলের গহীনে
যেতে চেয়ে ঘূর্ণিজল, কতটা ডুবুরি হতে পারে
সে নিজেই জানে না, শুধু নয়নতারায় রাখে নীহারিকা।
গ্যালাক্সি পর্য্যটনে চলে যায় ব্ল্যাকহোলে―
ফিরে আসে নতুন সমুদ্র হয়ে, ঢেউগুলি গভীর গোপন রাখো
পান্ডুলিপি তুলে দাও ঠোঁটে, অনাহত হৃদস্পন্দনে স্পন্দনে
অনুপম কবিতার অভিসার শুরু অনন্ত দ্রাঘিমার বুকে
দিবারাত্রির কাব্যে নতুন গেরস্থালি, শাকান্ন ভোজন
দরদ উথলানো ঢেউ, গভীর মোহনার শরণাগতি
বেসক্যাম্প উপত্যকায়, পাহাড়পর্বতে ভীষণ রোমাঞ্চকর ট্রেকিং
সম্মোহিত দ্রাঘিমা শুধু মগ্ন হতে চায় মুগ্ধতার রেশসমেত
প্রেমিক ডুবুরি একমাত্র জানে সমুদ্রের সহজিয়া স্বাদ ও প্রাণ!
মন ছুঁয়ে গেল, কবিবর। কি অনন্য সৃজন।
ReplyDelete