শব্দ বৃষ্টি | স্বপন কুমার সরকার | কবিতা ৩২
গুড়িগুড়ি শব্দ বৃষ্টিতে উন্মনা মন
কিছু গুছিয়ে নিতে অনবরত চেষ্টা ছিল
কিছু হাতের নাগালের বাইরে ফসকে গিয়ে
ফিরিঙ্গি শব্দের সাথে সংকর হয়েছে
বৃথা চেষ্টা, আটকাতে পারিনি!
শব্দ ঝড়ে দু-হাত প্রসারিত করি
কানে বাজে অলচিকির কিচিরমিচির-
ভাবি যদি সিন্ধু বা মহামতির লিপি উদ্ধার
হতো,আলবেনিয় শব্দের গোটা কতক
ধরতে পারতাম!না,ওদের জব্দ করা গেল না।
পূর্ব মাগধী অপভ্রংশের সৌভ্রাতৃত্ব
আর ওদের ত্রিকোণ প্রেমে শব্দ প্রেমিক
হয়ে আলো আঁধারের পথে পাড়ি দিলাম
দীর্ঘ অভিসার শেষে শব্দ বরষায় তৃপ্তির
স্বাদ পেয়েছি, ডুবে আছি ভাব তন্ময়তায়।
গুড়িগুড়ি শব্দ বৃষ্টি রূপ বদলেছে
প্রথমে পশলা হয়ে ঝরতো বুকে পিঠে
এখন মুষলধারায় ঝমঝমিয়ে নেমে আসে
হৃদয়ের বাগানে,এক শান্ত পরিতৃপ্তি নিয়ে
মনের মাধুরী মিশিয়ে ওদের অবয়ব দিই।
Comments
Post a Comment