নতুন পরিচয় | জাগৃতি চট্টোপাধ্যায় | কবিতা ৩৫
মানিয়ে নিতে নিতে নক্ষত্র মণ্ডলের ভিড়ে
হারিয়ে ফেলেছি আজ নিজেকেই,
জানি না আদৌ ফিরে পাবো কি?
পেলেও তখন যে অনেক দেরি হয়ে যাবে।
সময় যে বয়ে যাবে কালস্রোতের প্রবাহে
মাঝে অনেক গুলো বছর কেটে যাবে
আমি নিজেকে হারাবো অবিরত,
বার বার পাক খাবো এই ঘূর্ণির বলয়ে
তবে একদিন সেই আমি আবারও
অন্য এক কঠিন পরিচয়ে ফিরে আসবো,
সেই নক্ষত্র মন্ডলের ভেতর থেকে―
পুনর্জন্ম হবে আবারও, হয়তো তখন
কেউ চিনতে পারবে না আমায়।
আসলে উপেক্ষা করেছিল যারা আমায়,
তারাই দিয়েছে আমায় নতুন পরিচয়।
Comments
Post a Comment