শ্রাবণ জমার গল্প | অঞ্জনা মুখার্জি | কবিতা ৪৮
অনেক দিন জল ছুঁই ছুঁই খেলিনা তোর সাথে।
অনেক দিন তোর রূপলী বুকে মুখ লুকোইনি আমি।
যখন মেঘের দরজার নীচে দাঁড়িয়ে লুকোচুরি খেলতাম, আলতো ঢেউয়ে ঠিক ছুঁয়ে ফেলতি তুই।
চোখের পাতায় বৃষ্টি নামতো যখন,
তোরই বুকে ঝরতো টপ্ টপ্ মনের কোণে শ্রাবণ জমার গল্প
তোরই সাথে ভাগ করতাম বল।
অনেক শ্রাবণ পেরিয়ে গেছে আজ।
আমাদের খেলার সঙ্গী মেঘ গুলো কোথায় আছে জানিস?
আর তুই, কেমন আছিস বল? আমি এখন চাঁদের কিনার ধরে,
এক পা দু পা ক্লান্ত পায়ে চলি।
আজও যখন জল ছলছল পথে, শ্রাবণ আসে একলা দুপুর বেলা।
ওরই সাথে মনের আগল খুলে,
জানিস হারিয়ে যাওয়া মেঘের কথা বলি।
Comments
Post a Comment