সহযোগ | অনন্যা মান্না | কবিতা ১৮
তুমি নীরবে পড়ে আছো পরস্ত্রীর ঠোঁটের কোণে,
নর-নারীর কবিতা হয়ে উঠতে পারেনি যা কিছু,
খেয়ালের দৌরাত্ম্যে তা এখন সংক্ষিপ্ত।
সেই চৈত্রেই ঘটে গেছে দু-দুটো কাল রাত্রি,
পথে আজও শুকোচ্ছে কত প্রাথমিক রক্ত!
তোমাতে সমব্যথী হয়ে বসে থাকে একটি প্রাণপণ কশেরুকা,
এখানে শিশু এক পা ফেললেই ধর্ম,
প্রতিবাদী মিছিলে দশটা সাম্য স্বাধীনতা মৈত্রী আজও!
এখনো ঠোঁটের নিচে নাছোড় খাবার কণা,
তুমি উদ্বাস্তু হলে আমি হয়ে যাই তীর্থঙ্কর।
Comments
Post a Comment