ভেজাল | অভিজিৎ বিশ্বাস | কবিতা ২৮
এই পৃথিবীর সবটাই কেমন ভেজাল—
খিদে আর মৃত্যু ছাড়া।
বাহাত্তর ঘণ্টা সময়ের মধ্যে যে ওষুধ না দিলে
প্রাণসংশয়ের ভয় ছিল,
সেই ওষুধেও ভেজাল ছিল।
এখন আটচল্লিশ ঘণ্টা পেরিয়ে গেছে
সেই ওষুধ খাওয়ার পর।
আমার মৃত্যুর কারণ এখনও ঠিক হয়নি,
বিচার চলছে
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে।
জন্ম-মৃত্যু— সবই বিধাতার খেলা।
তোমার-আমার হাতে কিছু নেই—
যতটুকু আছে, তার সবটাই ভেজাল।
Comments
Post a Comment