তদন্ত | অমর চক্রবর্তী | কবিতা ৫৫
নির্ঘুম রাতের যোগসূত্র খুঁজতে গিয়ে বুঝলাম
মেধাবী নয় এমন রাজনীতিই আমার কষ্টের কারণ
রোবোটের মিছিল আর
যুক্তি তর্কহীন মেরুকরণ!
অথচ আমার বরাবরের প্রার্থনা
জীবন জুড়ে ঘুরেফিরে
দীর্ঘস্থায়ী প্রণয়ের প্রস্তাব
নায্যমূল্যে দিনের স্বপ্ন বিশুদ্ধ প্রতিবাদের প্রভাব!
এক একটা রাজ্যপাট যখন পাঠ করছি, পার করছি
শুনছি অতল জলের আহ্বান
ভেসে আছে নির্লজ্জের পাঠশালা, ভান শুধু ভান
সময় যেন বাঁধা পড়েছে পুলিশি সংহিতায়
আনন্দ একবার ডাইনে, একবার বাঁয়ে আর একবার মেরুকরণে এগিয়ে যায়।
সেই তন্দ্রাহরনী বলে যাচ্ছে
রাতভর সিনেমা দেখো বাছা, দেখো
মানুষের মাথায় কেমন মার্ক্স-লেনিন আবার দুর্গা-কালী
লাগ ভেল্কী লাগ, দেখো দেখতে থাকো মেরুকরণের চোরাবালি...
Comments
Post a Comment