বসবাস | অমিত দে | কবিতা ৫৯
প্রতিটি চোখের আঁকা-লেখা
সম্পর্ক ঘড়ির নীচে
আশ্চর্য গোলকে জন্ম-আয়ু কেঁপে যায়
কিছু হাত বেশি দৃঢ় যেন
বাকিরা বর্ষার একরোখা জল
আমাকে দোটানায় ফেলেছে
একটি দু’টি পায়ে হাঁটা পথ
সত্যি মিথ্যে খেলার শেষে
যেখানে সান্ধ্য শাঁখ বেজে ওঠে
দূরে গিয়ে কেউ নিজেকে ভাবে চক্ষুষ্মান
তার রাত যেন উপাসনার আলোক,
ভোর হলেই ঝরে পড়ে যতিচিহ্ন ছাড়া গান…
Comments
Post a Comment