মহাশূন্য | রথীন পার্থ মণ্ডল | কবিতা ৪১
সব পথ চলায় যেমন আনন্দ পাওয়া যায় না
তেমনই পাওয়া যায় না দুঃখও
কারণ চলার মাঝে মিশে থাকে
হাজারও মান-অভিমান
এমনকি হাজারও দুঃখ-কষ্টও
যা কখনও বলতে চাইলেও বলা হয়ে ওঠে না
আর বুঝতে চাইলেও বোঝা হয়ে ওঠে না তা
এমনকি বোঝাতে চাইলেও
বোঝানো বড়ো কঠিন হয়ে ওঠে
আসলে পথ চলতে চলতে
জীবন বুঝিয়ে যায় বারবার
সুখ তো ক্ষণস্থায়ী প্রিয়
চিরসাথী হয় দুঃখ-কষ্টগুলো
জানো শিউলি,
এই সুখ-দুঃখের খেলা খেলতে খেলতে
কখন যে ঘরছাড়া বাতাস হয়ে
ঐ মহাশুন্যের সমুদ্রে
নিজেকে নিজের সাথে ভাসিয়ে ফেলি
তা সত্যিই বোঝা বড় কঠিন হয়ে ওঠে।
Comments
Post a Comment