ঘুমন্ত শব | মানালি | কবিতা ২৭
আমাকে জাগিয়ে রেখে কী লাভ?
নিভন্ত কলমের ছোঁয়ায়
আমি তো আর লিখতে পারি না।
তার চেয়ে বরং
আমাকে ঘুমাতে দাও।
ঢলে পড়া পৃথিবীর বুকে,
আমি নিশ্চিন্তে ঘাসফুলের মাদুর বিছিয়ে নিয়েছি।
চিন্তা কোরো না,
ঠিক ঘুম ভেঙে যাবে,
তোমার সফেদ মৃত্যুদিনে।
কাঁটাতারের ওপার থেকে
পাখিরা তাকিয়ে দেখে―
ঘুমন্ত এক নদী।
এখনই জাগিও না আমায়,
ওরা ভয় পেয়ে যাবে!
উড়ে যাবে, গাছ থেকে কাউক্যাচারে।
তার চেয়ে বসো,
তুমি তো স্রষ্টা―
হাতটা নিয়ে এসো,
বিলি কেটে দাও,
যাতে আবার লিখতে পারি― স্বপ্নে।
Comments
Post a Comment