হাওয়ায় হিমের স্পর্শ | অর্কজিৎ সেন | কবিতা ২৬
হাওয়ায় হিমের স্পর্শ তুমিও পেতে পারো
যদি তুমি সবকিছু ভুলে, এই নদীটির তীরে
এসে খানিকক্ষণ বসো।
দেখতে পাবে পাখিদের ডানায় লেগে রয়েছে
নীলিমার নীল, কাঠবিড়ালি বন্ধুত্ব করেছে
বুনো খরগোশের সঙ্গে।
সময় থেমে থাকবে কিন্তু চলবে
ঘড়ির কাঁটা তাই তোমায় উঠে
চলে যেতে হবে।
কিন্তু তুমি ঠিকই পাবে হাওয়ায়
হিমের স্পর্শ আর দেখতে পাবে
বাতাসে প্রেমের দোলা।
Comments
Post a Comment