যখন দ্বিখন্ডিত হই | উৎপলেন্দু পাল | কবিতা ২১
নৈঃশব্দকে এড়িয়ে যেতে চাইলে বাড়ির উঠোনে হিম নামে
আমি বাঘছাল পড়ে দাঁড়িয়ে থাকি নরকের সদর দরজায়
এক এক করে উপভোগ করি মৌন নক্ষত্রদের পতনের যন্ত্রণা
বাতাসে ভাসতে থাকে শকুনদের প্রেম সঙ্গীত ললিত রাগে
নৈঃশব্দের ভেতর ডুবে যেতে চাইলে জানালার পাশে কাক ডাকে
তুমি দরজায় এসে দাঁড়াও মৃত সভ্যতার আদুরে গন্ধ গায়ে মেখে
একে একে জ্বলে ওঠে সব সুপ্ত আগ্নেয়গিরির গোপন জ্বালামুখ
আমি দ্বিখন্ডিত হই শব্দ আর নৈঃশব্দের অন্তহীন টানাপোড়েনে।
Comments
Post a Comment