মাটিকারক | উত্তমকুমার মোদক | কবিতা ৩৮
তৃণভোজীদের ডাকে নিজেকে জড়াই।
নির্বেদ জন্মাই― মুথা ঘাস।
গ্রাম্য নদীর ছায়া, দূরের জঙ্গল, তৃষিত চোয়ারে
সেই, দুপুর আকাশ।
হাওয়া যেন শিফনের নারকোলপাতাকাঁপা
লীনতাপ মিঠে সহনের
ডানাকে গুটোনো ছাড়া খেলা নেই,
গহন-গোপন চেরা দহনের।
কীঃ বিষ! পাথরে! ছায়া নেই। মাটির ছোঁয়ায়
কোনো পবিত্র-জল!
শাকাহারী যুগ কাঁপে খরার প্রকোপে,
নেই কোনো বিন্যাস-কাঠামে বদল।
Comments
Post a Comment