ভেঙে যাওয়া কথারা | পার্থ সারথি সরকার | কবিতা ২৩
শূন্য আকাশ দিতে পারি
দিতে পারি এক মুঠো ধান
তুমি উঠোনময় ছড়িও
আমি খুঁজে নেবো
একান্নবর্তী ভালোবাসার গান!!
দূর দেশে অথবা অলীক নির্জনে,
কালো আকাশ ঘিরে―
স্মৃতিরা ডোবে ভাসে এবং স্থির;
তোমার স্তনরেখার উপর।
আমি দেখেছি মৃত চিলের শব দেহ,
ব্যবধান রেখো না
বরং ব্যবহার করো
তোমার জন্যই পর্ণমোচি পুরাণ!
এক নদী ভরা জল
এক হৃদি ভরা সময় অচঞ্চল
আকাশ ভাঙো আকাশ গড়ো
ফ্ল্যাটবাড়ি হোক অথবা আরণ্যক কুটির
তোমায় নিয়ে ঘর বাঁধবো
যেন এক প্রাগৈতিহাসিক পাগলামো!
Comments
Post a Comment