তোমার কথা | সারণ ভাদুড়ী | কবিতা ১৯
তোমার কথা ভাবতে ইচ্ছে করে
কিন্তু খেয়ালের মধ্যেই তোমায় হারিয়ে ফেলি ...
তোমার কথা শুনতে ইচ্ছে করে
কিন্তু যখনই পেছনে তাকাই তোমায় খুঁজে পাই না!
তবুও দেখতে পাই অনেক কিছু
সবুজ মাঠ
নীল আকাশ
বৃষ্টির জল জমা পৌরসভার ড্রেন আরো অনেক কিছু।
এসবের মাঝেই তোমায় খুঁজতে চাই
ব্যর্থ হই!
দীর্ঘ শ্বাস ফেলে চেয়ে থাকি আকাশের দিকে
তুমি যে স্বপ্ন বুনতে শিখিয়েছিলে সেগুলো দেখি
দিব্যি উড়ছে ডানা মেলে!
তোমার লাগানো মৃত সঞ্জীবনী দেখি আবার সোজা হয়ে দাঁড়িয়েছে―
অবাক হলাম!
তুমি নেই তবুও তুমি বেঁচে আছো ওদের মাঝে!
আমি নেই; তবুও আমি বেঁচে আছি তোমার মাঝে।
তুমি বাস্তবেও নেই
তবুও বেঁচে আছো আমার অগোছালো লেখার মাঝে...
Comments
Post a Comment