ম্যাজিক অপেরা | সুদীপ্ত মাজি | কবিতা ৬৪
ফ্যান্টাসি-তে ছেয়ে রাখছি ভূ-ভারত
মিরাকলে সমস্ত পৃথিবী
এবার কী করবি কর, ন্যাবারোগী
যেদিকে তাকাস, দেখবি সর্ষেফুলদলে
ভুবন হলুদ হয়ে আছে
মঞ্চ ও অপেরা আছে, রঙিন কনসার্ট আছে,
এইসব পার হয়ে যদি
নীচু হয়ে জেগে থাকা মানুষের
শিরা ও ধমনী দেখতে চাস
মুহূর্তের জাদুবলে জিহ্বা কীভাবে ছেঁড়ে―
সহজ কৌশল দিয়ে তৈরি সেই খেলা দেখবি, আর
(বাচ্চালোগ তালি দাও, ব্যস!)
বিশ্বজুড়ে ধুলো দেখবি, ধোঁয়া দেখবি,
দেখবি গাধা চিবিয়ে খাচ্ছে ঘাস!
Comments
Post a Comment