তোমার পিলু তোমার হত্যারা | সব্যসাচী মজুমদার | কবিতা ৬০
তোমার পিলু, তোমার হত্যারা
ঈষৎ ঘুরে আমার দিকে আসে
দেখছি তার গভীর ক্ষতস্থানে
শিকারি কাক ঈষৎ যেন হাসে…
হাসছে সারা ফুল্ল কুসুমেরা,
হাসছে ছবি তোলার শেষ দিক,
হাসছি আমি অবাঞ্ছিত দ্বিধা—
যেভাবে খুন হয়েছে দ্বান্দ্বিক
এখন তুমি গুহ্য সাধনাতে
লিপ্ত থেকে শিখছ পুজো করা;
বুঝতে পারি সাধ্যাতীত ছিল
সম্ভাবনা… নিজের থেকে মরা…
মেঘের মাঠে মশাল জ্বলে থাকে
মৃতের দেশে এসব বলা ভাল—
মরার আগে মানুষ মেতে ওঠে
পাল্টে ফেলে অস্ত্র, দিনকালও…
Comments
Post a Comment