ৎ | শাশ্বত ভট্টাচার্য | কবিতা ১৬
যতি চিহ্ন টানবো
দেখতে পাবে― একটা বিরতি,
কথা বলব বলব
ভাবছো?
সামনে পুঞ্জ পুঞ্জ মেঘ জমে উঠেছে
তিতির পাখিদের বাসায় একটা,
সাত মুখী রুদ্রাক্ষ খসে পড়লো
তিস্তা নদী দেখছে সবই।
বাড়ির মুখ্য দুয়ার দক্ষিণী,
তাই হাওয়ার আন্দোলন আসে;
যত্তসব!
হাওয়ারা একেকটা শুকনো পাতাকে দুমড়ে দেয়
শুকনো পাতাকে কেউ মনে রাখে নি,
তাই গাছ চিরসবুজ এখনও।
মনে রেখো না
মনে রাখতে না করে গেলাম!
যত বেশি মনে রাখবে তত বেঁচে থাকবো,
বেঁচে থাকলে আবার ফিরতে পারব না।
Comments
Post a Comment