পিঁপড়েদের মতো | সুপ্রভাত মেট্যা | কবিতা ৩৯
আলোয় শুরু হয় দিন।
ভেতর থেকে অন্ধকার সরে যায়।
তবু তোমার বাড়ি পৌঁছতে
এখনও প্রায় একজন্ম বাকি!
সিঁদুরের রং, গৃহস্থালী
ধুলোয় ফুটে ওঠে।
এঁটো খাবারের থালা পড়ে থাকে দাওয়ায়।
পিঁপড়েরা আসে দলে দলে দলা পাকিয়ে
নিয়ে যায় উচ্ছিষ্ট জীবন, তারা
ঘরের আনন্দ পৃথিবী।
তুমি বেঁচে আছ খেয়ে এই,
তাই দেখে, তারা সেই নিয়ে যায়, আর
মরে গেছ ভাবলে, কেউ ফিরেও তাকায় না!
Comments
Post a Comment