কখন তাদের খাদ্য হবে | সঞ্জয় সাহা | কবিতা ৪৩
বাজপাখির চোখ দেখিয়ে কে যেন আজ আমায় ভয় দেকাচ্ছে
শত্রুপক্ষের তীক্ষ্ণ দৃষ্টি, মনের ভিতর কাঁপন ধরাচ্ছে;
কোনো এক অশনি সংকেত ঘুরপাক খাচ্ছে আমার চারিদিক,
কোথাও কোনো আলো নেই―
অন্ধকারে ছেয়ে গেছে, আমার চেনা দেশটা!
এই মুহূর্তে সমস্ত দেশটাকে কারা যেন অমাবস্যার চাদরে ঢেকে ফেলেছে,
থমকে থমকে বেজে উঠছে যুদ্ধের সাইরেন―
মাথার উপর অত্যাধুনিক বিমানের মহড়া
স্হলপথে সেনাদের ভারী বুটের পদধ্বনি!
আর জলেপথে নৌবাহিনীর তৎপরতা
আমার বুকের ভেতরে বইছে হিমপ্রবাহ―
শ্মশানের নিস্তব্ধতার মধ্যেও চোখে ভেসে আসছে অসংখ্য লাশ আর লাশ!
চোখে ভাসছে মহাভারতের সেই
চেনা ছবির ক্যানভাস!
শকুনেরাও শূন্য আকাশে চক্র কাটছে
শুধুই অপেক্ষায় প্রহর গুনছে মনে
কখন তাদের খাদ্য হবে!
Comments
Post a Comment