ইচ্ছে করছে | মৌমিতা ঘোষাল | কবিতা ৫৪
ইচ্ছে করছে তোমার মাথাতে হাত বুলিয়ে দিতে,
ইচ্ছে করছে তোমার ক্লান্ত চোখ দুটিতে একটু ছুঁয়ে দিতে আমার ভালবাসার মায়ায়;
তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা কঠিন শরীরটাকে আমার কোমল হাতের স্পর্শে ভরিয়ে দিতে ইচ্ছে করছে অনেক শান্তিতে―
তুমি যখন একটু শান্তির পরশ পেয়ে নিচিন্তে ঘুমিয়ে পড়বে,
আমি সারা রাত তোমার মায়া ভরা মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো।
ভোরের আলো ফোটার আগেই পালিয়ে যাবো অনেক দূরে―
কারণ আমার যে তোমার কাছে থাকতে নেই...
Comments
Post a Comment