আখরোট নমন হও | অদিতি রায় | কবিতা ৬৩
জানলার বাইরে দেখি যেসব ত্রিভুজ,
বৃত্তাকার, রম্বস― যাবতীয় মানস-জ্যামিতি
আজকাল খাড়া হয়ে উঠে আছে অর্থনীতির গ্রাফে
ইমারতে, শক্ত নিরেট
সেগুলিকে ভাঙা যাচ্ছে না।
ফুটপাতে বসে আছে নিরন্ন শিশুর মতো
ললিতকলাবিধৌ- চালের কাঁকর।
কবিতাও শক্ত আখরোট৷ বিন্দুমাত্র নমনীয় নয়।
এখন শিলার জল চুঁইয়ে কোথায় যাবে?
তামস অন্ধকারে কারুরস আদানপ্রদান
ইগোও জলঙ্গী হাতি;
চূর্ণ করে ফসলের দামড়া খেত সদর্পে, মূর্খতায়
জ্যামিতি দুমড়ে এসে নামছে না উপত্যকায়।
আখরোট নমন হও, দায়িত্ব তরল উপাদান।
আদি সরোবরে নেমে প্রথম দর্শন,
পৌঁছে যাও বাষ্পে, মেঘে- জানলার প্রকোষ্ঠগুলিতে― শ্বাসকষ্টে যেখানে মরে হতাশায় যুবক যুবতী। পৌঁছে যাও অপরাজেয়, হাস্যস্পদ বাঁধানো চাতালে। তোমার ঢেউতে তুলে আছাড়ে নিকেশ করো― মোটাদাগ, প্রজ্ঞাহীন, অনমনীয় তুখোড় জ্যামিতি।
Comments
Post a Comment