ওৎ পেতে বসে আছে | রাজীব পাল | কবিতা ১০
প্রত্যেকে হয়ে উঠেছে ক্যালেন্ডার
শেষ মাসের তারিখ হয়ে ঘুরছে
দেওয়ালে দেওয়ালে, ফোনে, ঘড়িতেও
আকাশ জুড়ে ছাই
ছড়িয়ে পড়ছে কখনও
কখনও কখনও খাঁ খাঁ রোদের মাটি
পুড়িয়ে নিচ্ছে ঘাসের স্পর্ধার দৌড়
আর আঙুলের ফাঁকে ফাঁকে
ওৎ পেতে বসে আছে অন্ধকার
তোমার আমার কাছাকাছি দূরত্বে
ঘনিয়ে আসছে পরম তুলতুলে বেড়ালটি
টুপটাপ ঝরে পড়ছে তার লোম
জন্মের আলো, আদুল আর্তনাদ...
Comments
Post a Comment