হলুদ পাখির ঠোঁট | অঞ্জনা মুখার্জী ভট্টাচর্য্য | কবিতা ৪
এখনও বর্ষা নামে
ভেজা মেঘ স্বশরীরে আসে
সীমাহীন বিগত তাপদাহে
শুকিয়ে যাওয়া হৃদয়
ভেজাতে পারি না আর-
শুধু স্মৃতি মাখা হলুদ পাখির ঠোঁট।
একদিন শুনিয়েছিল মেঘ
মল্লার।
কোনো এক আষাঢ়ষ্য প্রথম দিবসে,
নিদ্রিত চোখের পাতায় মেঘদূত ভেসে চলে যায়।
শুধু অভিমানী বোবা ঠোঁট,
ভরা তোর্ষার মত ফুলে ফুলে ওঠে।
বর্ষা মঙ্গল শেষ হলে
পরিযায়ী হয় মেঘ।
আমন ধানের বুকে
ফুলেশ্বরী দুধ রস জমে,
উৎসব আসে...
আমিনার রোজা , মেহুলার কাশ
কোজাগরী জোৎস্নায় ভাসি নতুন পালকে।
খুব সুন্দর একটি বর্ষায় কোলাজ। ভালো লাগলো লেখা 🙏🙏
ReplyDelete