জাতিস্মর | পিঙ্কি ঘোষ | কবিতা ১৩
ইউক্যালিপটাসের ছায়া আজও সেদিনের মতো রোমান্টিক
স্বপ্ন ফেরীর দেশে যাওয়ার ইচ্ছেটাই কেবল কফিনবন্দী
মোনালিসার হাসিতে আজ ব্যবধানের একক কথা বলে
শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আবির হয়েছে বিবর্ণ
ছাতিম বনের ঝরা পাতারা মাটির বুকে ব্যর্থতা উজার করে
হৃদয়ের জ্বালানিতে হৃদয় পুড়ছে সময়ের নাট মন্দিরে শুয়ে
তবুও সাদা পাতা দেখলেই কলম ওর প্রেমে পরে বার বার
অক্ষরে অক্ষরে সাড়া শরীর ভালোবাসায় ভরিয়ে দেয়
মমির মুখেও হাসি ফোটে কবিতার সাইক্লোনের ছোঁয়ায়
ইচ্ছে করে রামধনুর থেকে একটা রঙ ধার করি গোধূলিতে...
ভাবের ঘরে ভাবনার সমাধি সাজাই সন্ধ্যার প্রদীপ জ্বেলে
আকাশের বুকে তারা আর স্যাটেলাইটের অবৈধ সহবাস
ছাব্বিশে জানুয়ারির প্যারেড গ্রাউন্ড আজ অ্যালবামে বন্দি
রাজপথের চওড়া ফুটপাতে স্বপ্ন গুলো জাতিস্মর হয়ে ঘোরে
Comments
Post a Comment