হায়রে মানুষ | সুভাষ সিংহ | কবিতা ৩
একটি হলুদ সম্মোহন পেরিয়ে গেল
ইশারার গুপ্ত কথা আমরা জেনে ফেলেছি
তবু লক্ষ্মণরেখায় ধুলোর আস্তরণ
আমাদের প্রলুব্ধ করে, সম্মোহিত হই।
নিষিদ্ধ বস্তুর স্বাদ নিশির মতো ডাকে
জল ভরা পাত্রে ভঙ্গুর জলছবি আঁকে।
সেই ছবিতে ধরা পড়ে ক্ষনিকের আলোড়ন
ভুল করে ভেবে ফেলি ওটাই মাহেন্দ্রক্ষণ।
হায়রে পিছন পানে ফেরার উপায় জানলে
পিপীলিকা হার মানতো মানুষের কাছে
লাইন দিয়ে ফিরে যেত শুরুর সন্ধিক্ষণে,
যেথায় সহস্র নক্ষত্র আলোর সাগরে নাচে।
সত্যিই তাই আমরা যদি সেই পৃথিবীর বিশুদ্ধতম সন্ধিক্ষণে ফিরে যেতে পারতাম! চমৎকার লেখা।
ReplyDelete