নিরীহ সংযুক্তা | কুশল বর্মন | অনুগল্প ৪
আজ উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। সুমন কাকার মেয়ে সংযুক্তা, দারুণ রেজাল্ট করেছে। সুমন কাকার গ্রামে একটা কাপড়ের দোকান আছে। খুব অভাবের সংসার। উনার বাবা থাকাকালীন ভালোই চলতো দোকানটি। কিন্তু বর্তমানে অনলাইন হয়ে সেভাবে কেউ দোকানে আসে না। দুপুরে সবাই সুমন কাকাকে পিকনিকের আবদার করে তার মেয়ের সাফল্যে, তিনি না করতে পারিনি। কাজের ফাঁকে একে একে সবাই সময় মেয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছিল তাই গর্বে বুক ফুটে ওঠে, সাথে চিন্তাও বেড়েছে। মেয়েটির নাকি উকিল হওয়ার খুব ইচ্ছে কিন্তু আর্থিক দিক!
রাত ন'টা নাগাদ সব রান্না প্রায় শেষ করে সকলে অপেক্ষা করতে লাগলো সংযুক্তার জন্য।
― সুমনকাকা আমাদের মেয়ে কই ?
― আসবে আসবে এখনই আসবে। স্যারের বাড়ির রেজাল্ট দেখাতে গেছে বিকেলে।
কিন্তু সময় অনেক পেরিয়ে যায় তবুও সংযুক্তা ফেরে না। সুমন কাকা খুব চিন্তিত হয়ে পড়ে। এই বুঝি চলে আসবে এই ভেবে সুমন কাকা মাস্টারের বাড়ি দিকে যায়নি। রাত প্রায় সাড়ে দশটা বাজে দূর থেকে একটা গাড়ি লাল আলো জ্বলতে জ্বলতে এসে পড়ে, ঠিক তখন মাংস কড়াইয়ে। কাছে আসতে বোঝা গেল এটি পুলিশের গাড়ি।
― আপনাদের মধ্যে সংযুক্তার বাবা কে?
সংযুক্তার বাবা কাছে আসে।
― আপনাকে আমাদের সাথেই একবার যেতে হবে। একটা মেয়ের লাশ পাওয়া গেছে কেউ বা কারা মনে হয় ধর্ষন করে জঙ্গলে ফেলে গেছে। পাশে পড়ে রয়েছে একটা রেজাল্ট নাম লেখা 'সংযুক্তা'।
Comments
Post a Comment