আকাল নিমজ্জন | উদয় নারায়ণ বাগ | ছড়া ১
একা একা পথ চেয়ে
গুণ গুণ গান গেয়ে
আছি বসে ওগো আমি সাথি,
ফুলবাগে ফোটে ফুল
ঝরা ফুলে নেই কুল
কেটে যায় শুধু শুধু রাতি।
ভ্রমরেরা ফুলে ফুলে
খায় মধু মন খুলে
আমি একা দেখি ঠায় বসে,
প্রজাপতি খেলে হেসে
মেঘ রাশি যায় ভেসে
জীবন ডুবল বিষ রসে।
মরা গাঙে আসে বান
খরা ভূমি দেয় জান
মাঝ নদে আমি রই পড়ে,
কাশ ফুল দেয় দোল
গাছে পাখি করে গোল
জ্বালা বুকে আমি যাই মরে।
ভালোবাসি ভালোবাসি
মন মাঝে রাশি রাশি
পেলাম দুঃখ মনের মাঝে,
দিন গেল রাত গেল
শত দুখ মন পেল
ছুটির ঘণ্টা দূরেতে বাজে।
Comments
Post a Comment