বিনিময় | প্রদীপ মণ্ডল | কবিতা ৯
কোনোটাই মিথ্যে নয়, সবটাই সমর্পীত
পথচারীর সংলাপে খামারের কথা জীবনের গল্প,
পিঁপড়ের সারির উপপাদ্যে বাঙ্ময় ইলাস্ট্রেশন
আধুনিক শৃঙ্গারে অনবচ্ছিন্ন বিপ্রলম্ব, বিপ্রতীপ গমন—
সীমান্তরক্ষীর কাছে ধার চাই শব্দহীন দৃষ্টি
ধর্মানুসরণের আগে খুঁজে রাখি পুরনো চারণভূমি
সম্পর্ক ভস্মীভূত হতে পারে ভেবে বীজ পুঁতি
অম্বুবাচি শেষ হলে প্রথম বৃষ্টিপাতের পর—
শুদ্ধিকরণের আগে ভিড় ঠেলে এগিয়ে যাই
রেলের কামরায় কিংবা অন্যকোথাও
চার্বাকের তত্ত্ব মেনে চোখের সামনে দাঁড়াই
আলোর স্পর্শে খুঁজি পুরাতন শ্লোক ও গান
মুদ্রিত সংকেত আর মন্ত্রবলে ডাকি বর্ণময় হৃদয়
প্রাণ বিনিময়ের আবেদন।
Comments
Post a Comment