দেবাশীষ সাহা | গুচ্ছকবিতা ২
(১)
প্রজাপতি শুঁয়াপোকা জানেনা
আগামীকাল ভীষণ সুন্দর
শিশুরা পৃথিবীকে
সুন্দর করবার জন্য
ঘাসগুলোকে বিছানা বানালো
হরিণের জন্য করলো রান্নাঘর
রাস্তা দেখানোর জন্য জন্ম নিলো প্রজাপতি
(২)
পাইন ফরেস্ট
কুয়াশাকে ড্রিবলিং করতে করতে
ছুটে আসছে রোদ
শীতে ভেজা রাস্তা ডাকে
আয় রোদ আয়
পাইনের ভিড় কাটিয়ে
জঙ্গলের জ্যাম কাটিয়ে
দু-হাত ভর্তি উষ্ণতা নিয়ে
কমলালেবু রঙের রোদ
রাস্তাকে আদর করছে
এই দৃশ্য ক্যামেরা বন্দী করছে
পাইন ফরেস্ট
(৩)
রডোড্রেনডন
পাহাড়ি রাস্তা
রোদ না পেয়ে রোগা
রক্তশূণ্য
সাদা বরফের বিছানায়
খেলা করে বুনো সভ্যতা
লজ্জায় লাল হয়ে যাওয়া রডোড্রেনডন
পিছুটান রেখে দেয়
মে মাসের মেয়েদের জন্য
Comments
Post a Comment