ফিরে দেখা | জয়নাল আবেদিন | কবিতা ১১
ফিরে দেখার সময় নেই এখন
শিয়রে প্রতিযোগীর নিঃশ্বাস,
সময়ের হাতছানি দুরন্ত গতিতে
লক্ষ্যমাত্রার দরজা অদুরেই।
কত ভাঙাচোরা অতীত
আবর্জনা ফেলার মত পড়ে আছে,
ডাস্টবিনের ঘেরা চৌহদ্দিতে
শুধু গন্ধ ভাসে বাতাসে।
কাছে থাকা স্বপ্নিল হাত
নাগালের বাইরে -ছোঁয়া যায় না,
পাশাপাশি-ঘেঁষাঘেঁষি অবাধে থাকা মন
না জানি, সহস্র মাইল দূরত্ব বোধে।
অন্ধকার কানা গলিতে বর্তমান
ঘোরাফেরা করে,
নতুন নক্ষত্রের সন্ধানে জেরবার
এভাবে নতুন সকালের আলো ফোটে।
আলোতেই লুকোচুরি খেলা ভবিষ্যৎ
টুকি শব্দে কোথায় হারিয়ে যায়,
খুঁজতে খুঁজতে আবার সামনে রাতের
অন্ধকার আসে।
লক্ষ্যমাত্রা এখনো অদূরেই থেকে যায়...
Comments
Post a Comment