ফাদার্স ডে | ঋতুপর্ণা ধর | অনুগল্প ৩
তিতির, বলতো— “কোনটা ভালো? এই কার্ডটা, নাকি ওটা?” আর্চির কণ্ঠে উচ্ছ্বাস। আর্চি গ্যালারির করিডোরে দাঁড়িয়ে তিতির হেসে বলল - “আমি এসব হাল ফ্যাশন, বুঝি না, বাপু!” আর্চি বিরক্তির স্বরে বলে উঠলো― “বাহ রে! আজ যে ফাদার্স ডে! বাপির জন্য একটা গিফট, একটা কার্ড না নিলে চলে?”
তিতিরের কণ্ঠে তখন মৃদু নদীর স্রোত— “পার্লার, জিম, আড্ডা― এই সব থেকে দু’দণ্ড সময় ধার দে বাবার জন্য। তোর রাজধানী এক্সপ্রেসের মতো ছুটে চলা জীবনে একটু থেমে থাকা,সেটাই তাঁর প্রাপ্য উপহার।” তিতিরের মুখে যেন কোনো অনুচ্চার কবিতা লেখা। হয়তো সেই মুহূর্তেই আর্চি বুঝল যে ভালোবাসার উদযাপন ঝকমকে মোড়কে নয়, মনে ছুঁয়ে থাকাই আসল উৎসব।
Comments
Post a Comment