আমাকে ফিরিয়ে দাও | রণজিৎ কুমার মুখোপাধ্যায় | কবিতা ৭
দিব্যি দিয়েছিলাম তাকে
যদি আমার চেতনার রঙ গ্রহণ করতে না পারো
তবে অন্ধকারে ঢিল ছুঁড়তে যেও না।
যদি তুমি সভ্যতার গালে চুনকালি মাখাও
তাহলে আমি তোমার সঙ্গে নেই,
বিশ্বাস অর্জন করতে লেগে যায় একটা জীবন
হারাতে সময় বেশি ক্ষণ লাগে না।
গাছে কিশলয় গজাবে, মুকুল আসবে
ফল দেবে, তুমি ফল নেবে,
গাছটা জানবে না, বুঝবে না,
এটা তো হয় না।
এটা বুঝতে যে জন পারে
তার বিবেক আছে, তার মানবতা আছে
আর মনুষ্যত্ববোধ আছে।
এখন পৃথিবীতে মানবতা ও মনুষ্যত্ববোধের আকাল চলছে,
আমাকে ফিরিয়ে দাও এই মনুষ্যত্ববোধের আধুনিকতা।
Comments
Post a Comment