তমোহন উত্তরবঙ্গের অন্যতম ভারত সরকারের পি.আর.জি.আই কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বার্ষিক গবেষণামূলক মুদ্রিত পত্রিকা। পাশাপাশি লেখক-পাঠকদের অনুরোধে অনলাইন ডিজিটাল ওয়েবপত্র হিসেবে আমাদের আত্মপ্রকাশ। সারাবছর জুড়ে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে তমোহনে লিখতে ও পড়তে পারবেন; পাশাপাশি দেশের যে কোনও প্রান্ত থেকে তমোহন ক্রয় করতে পারবেন। আপডেট পেতে আমাদের সাথে সামাজিক মাধ্যম ও ওয়েবসাইটে যুক্ত থাকুন। প্রকাশিত সংখ্যার বিবরণ : ১. (২০২৩-২৪) : তমোহন, ময়নাগুড়ির ইতিহাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, নভেম্বর ২০২৩, ২. (২০২৪-২৫) : তমোহন, সাহিত্য ও ইতিহাসের পাতায় উত্তরবঙ্গ, দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, জানুয়ারি ২০২৫

আমাকে ফিরিয়ে দাও | রণজিৎ কুমার মুখোপাধ্যায় | কবিতা ৭

দিব্যি দিয়েছিলাম তাকে 
যদি আমার চেতনার রঙ গ্রহণ করতে না পারো 
তবে অন্ধকারে ঢিল ছুঁড়তে যেও না।

যদি তুমি সভ্যতার গালে চুনকালি মাখাও 
তাহলে আমি তোমার সঙ্গে নেই, 
বিশ্বাস অর্জন করতে লেগে যায় একটা জীবন 
হারাতে সময় বেশি ক্ষণ লাগে না।

গাছে কিশলয় গজাবে, মুকুল আসবে 
ফল দেবে, তুমি ফল নেবে,
গাছটা জানবে না, বুঝবে না, 
এটা তো হয় না।

এটা বুঝতে যে জন পারে 
তার বিবেক আছে, তার মানবতা আছে 
আর মনুষ্যত্ববোধ আছে। 
এখন পৃথিবীতে মানবতা ও মনুষ্যত্ববোধের আকাল চলছে, 
আমাকে ফিরিয়ে দাও এই মনুষ্যত্ববোধের আধুনিকতা।

Comments

Popular Posts

Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.