তখন | সুশান্ত সেন | কবিতা ১৪
উনপঞ্চাশ বায়ু পথ রোধ করে দাড়ালো
বিঘ্নিত হলো স্বপ্ন বাসর শয্যা,
দুন্দুভি বাজে নৈঋত কোণে আকাশে
অপূর্ণ জ্যোতি ধুইয়ে দিচ্ছে মজ্জা।
তখন বালক উন্মাদ হয়ে ছুটছে
ছোটো ছোটো কথা প্রাণের ভেতরে প্রবেশ,
কার কাছে গেলে উন্নতি রথ ছুটবে
কারা ভেঙে চলে আদিম প্রথম দেশ।
শোনো প্রিয়ে তুমি শোনো
উত্তাল দিন গোনো―
মাতাল হয়েছে উনপঞ্চাশ আজকে
বন্দনা করে নিতে হবে আজ কাজকে।
Comments
Post a Comment