তমোহন উত্তরবঙ্গের অন্যতম ভারত সরকারের পি.আর.জি.আই কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বার্ষিক গবেষণামূলক মুদ্রিত পত্রিকা। পাশাপাশি লেখক-পাঠকদের অনুরোধে অনলাইন ডিজিটাল ওয়েবপত্র হিসেবে আমাদের আত্মপ্রকাশ। সারাবছর জুড়ে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে তমোহনে লিখতে ও পড়তে পারবেন; পাশাপাশি দেশের যে কোনও প্রান্ত থেকে তমোহন ক্রয় করতে পারবেন। আপডেট পেতে আমাদের সাথে সামাজিক মাধ্যম ও ওয়েবসাইটে যুক্ত থাকুন। প্রকাশিত সংখ্যার বিবরণ : ১. (২০২৩-২৪) : তমোহন, ময়নাগুড়ির ইতিহাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, নভেম্বর ২০২৩, ২. (২০২৪-২৫) : তমোহন, সাহিত্য ও ইতিহাসের পাতায় উত্তরবঙ্গ, দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, জানুয়ারি ২০২৫

জীবনের পাঠশালা | ঋতুপর্ণা ধর | অনুগল্প ৫

"You have downloaded the PDF successfully"—নোটিফিকেশন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অভ্র। অবশেষে আধঘণ্টার যুদ্ধ সফল! ফাইল ডাউনলোড, ফাইল ওপেন, জুম ইন, স্ক্রল— সব পেরিয়ে সে এক নিঃশ্বাসে পড়ে ফেলে ‘মাস্ট রিড’ লিস্টের প্রথম বইটি।
তবে পড়া আর বোঝার মাঝে বিস্তর ফারাক। মস্তিষ্ক কিছুটা হজম করলেও, বাকিটা “কাল হয়ে যাবে!” এই আশ্বাসে সে পড়ার আলো নিভিয়ে ফেসবুকে সবুজ আলো জ্বালায়।

ঠিক তখনই হাজির হন অশিতীপর দাদু— অভ্রর দাদু নয়, পাড়ার সবার দাদু। হাতে পানপাতা আর এক ঝাঁক গল্প। অভ্র ফোন সরিয়ে রাখে। চ্যাটিংকে খানিক চিটিং করে দাদুর ছায়াময় সাহচর্যে গা ভাসায়। দাদু বলতে থাকেন— “জানিস, ছোটবেলায় তো আমাদের বই ছিল না। পাঠশালা ছিল গাছতলায়, আর শিক্ষকেরা ছিলেন জীবনের গল্পজুড়ে। রোজকার অভিজ্ঞতা থেকেই শিখতাম কী ভুল, কী ঠিক।”

অভ্র হেসে ফেলে! দাদু চোখ টিপে বলেন, “পিডিএফ তো তোকে তথ্য দেবে, কিন্তু জীবন শেখাবে না। সেটা শিখতে হলে তোর মতো কারো চ্যাট ছেড়ে, আমার মতো কারো পাশে বসতে হয়।” অভ্র চুপ করে যায়। হয়তো দাদুর কথায় সে আজ একটু বেশি বুঝে ফেলে—তথ্য আর জ্ঞান এক নয়।

সন্ধ্যে নামে। দাদু উঠেন, পান খেয়ে থুতনি মুছে বলেন, “চললাম বাপু। তুই কিন্তু জীবনের পাতা পড়া ভুলিস না।” অভ্র মোবাইল হাতে নেয় বটে, কিন্তু এবার ফেসবুক নয়, গুগল সার্চে লেখে— "What is wisdom beyond knowledge?" পাশ থেকে দাদুর আওয়াজ ভেসে আসে— “এই তো, শুরু হল তোর আসল ডাউনলোড!”

Comments

Popular Posts

Tamohan, Govt. of India Registration Number (PRGI) WBBEN/25/A1160, New Genaration Acclaimed Bengali Literary Research Journal (Language, Literature & Cultural Studies) & Independent Publication. Maynaguri, Jalpaiguri, West Bengal, India. Estd. 2023.